Home খেলা ঘুম বিতর্কের তাসকিনের র‍্যাঙ্কিংয়েও অবনতি
জুলাই ৩, ২০২৪

ঘুম বিতর্কের তাসকিনের র‍্যাঙ্কিংয়েও অবনতি

ভারতের ১৭ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিলেও বিশ্বকাপের চুলচেড়া বিশ্লেষন এখনো চলছে দেশে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের সুপার এইটের ম্যাচ ঘুমের কারণে টিম বাস মিস করেন বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এই নিয়ে সরগরম দেশের ক্রিকেট মহল। সেই বিতর্কের শেষ না হতেই তাসকিনের র‍্যাঙ্কিংয়েও অবনতি ঘটেছে।

সাধারণত প্রতি সপ্তাহের বুধবার করে খেলোয়াড়দের আপডেটেড র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। বুধবার (৩ জুলাই) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে টাইগার বোলারদের অবস্থান নিচের দিকে। এর মধ্যে সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৯ নম্বরে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুই ধাপ পিছিয়ে যৌথভাবে ২৬ নম্বরে অবস্থান করছেন। টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের আদিল রশিদ তাদের ১ নম্বর জায়গাটি ধরে রেখেছেন।

এদিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা রাখা হার্দিক পান্ডিয়া ১৪৪ রান এবং ১১ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন । বিশ্বকাপ জেতানো পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর অলরাউন্ডারের জায়গা দখল করে নিয়েছেন তিনি।

এছাড়া, আজকের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (৩), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৪) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৫)। তাঁরা এগিয়েছেন মূলত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী চার ধাপ পিছিয়ে দুই থেকে ছয়ে নেমে যাওয়ায়।

টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাংকিংয়ে প্রথম ২৫ জনের তালিকাতেও নেই বাংলাদেশের কোনো ব্যাটারের নাম। ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে রয়েছেন তাওহীদ হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *