বিশ্বকাপে যে নজির গড়লেন আফগান দুই তারকা
মাসব্যাপী চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ হয়েছে ২৯ জুন। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত।
টুর্নামেন্টের সদ্য শেষ হওয়া আসরে অবিশ্বাস্য পারফরর্ম করেছে আফগানিস্তান ক্রিকেট দল। এশিয়ার এই উঠতি দলটি বিশ্বকাপের মতো বড় আসরে বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায়ে করে দিয়ে সেমিফাইনালে উঠে যায়। তার আগে গ্রুপর্বে নিউজিল্যান্ডকে বিদায় করে উঠে যায় সুপার এইটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দারুণ খেলেছেন আফগান দুই তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ও ফজলহজ ফারুকী।
বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আফগান তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৮ ম্যাচে অংশ নিয়ে সবচেয়ে বেশি ২৮১ রান সংগ্রহ করেছেন।
সমান ম্যাচে অংশ নিয়ে ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেন। অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ট্রাভিস হেড করেন ২৫৫ রান। ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক করেন ২৪৩ রান।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার দিক থেকে সেরা ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। তিনি আফগানিস্তানের বিপক্ষে ১৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৯৮ রানের ইনিংস খেলেন। যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন। ৯২ রান করে আউট হন রোহিত শর্মা।
রান সংগ্রহের মতো উইকেট শিকারেও শীর্ষে আফগান তারকারা। রান সংগ্রহে শীর্ষে রহমানউল্লাহ গুরবাজ। আর উইকেট শিকারে শীর্ষে পেস বোলার ফজলহক ফারুকী। তিনি ৮ ম্যাচে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন। সমান ম্যাচে ১৭ উইকেট শিকার করেন ভারতীয় ক্রিকেটার আর্শদীপ সিং। তবে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।