Home সারাদেশ রামগড় ব্যাটালিয়নের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
জুলাই ১, ২০২৪

রামগড় ব্যাটালিয়নের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

এসময় রামগড়সহ এ অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান, শিক্ষাসহ নানা বিষয় উঠে আসে।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, বিজিবির পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে ব্যাটালিয়ন অধীনস্ত অঞ্চলে চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ শান্তি-শৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *