Home সারাদেশ নলছিটিতে বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) অনিয়ম দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
নলছিটিতে বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) অনিয়ম দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি (ঝালকাঠি)
ঝলকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার ২৯ জুন সকালে নলছিটির ফেরিঘাট সড়কে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন আয়োজন করেন দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ জনতা।
মানববন্ধনে বক্তারা নলছিটির বিদ্যুৎ বিভাগের নানান অনিয়ম দুর্নিতীর কথা তুলে ধরেন।এতে তারা দুর্নীতিবাজ প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদারের অপসারণ এবং বরখাস্ত করা এবং বেশ কয়েকটি দাবি জানান।
বক্তব্যে স্থানীয় সমাজকর্মী বালী তূর্য বলেন,যদিও বিদ্যুৎ বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা প্রচুর পরিশ্রম করেন দিন রাত,কিন্তু কর্মকর্তারা নানান অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে নাগরিকদের জীবন বিষিয়ে তুলেছেন।কোনো সেবাই অতিরিক্ত অর্থ ছাড়া মেলে না।আবাদি জমি এবং বাড়িঘরের উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কারনে প্র্যয়াশই দুর্ঘটনা ঘটছে,যার ফলে যেকোনো সময় প্রানহানী ঘটতে পারে।এ বিষয়ে বৈদ্যুতিক তার সরিয়ে রাস্তার পাশে নিতে তাদেরকে লিখিতভাবে আবেদন করা হলেও উলটো তারা ভোক্তাকে সকল খরচ বহন করতে হবে মর্মে চিঠি লিখেছেন যা প্রায় দুই লাখ টাকার মতো ব্যয় হবে।অথচ যুগ যুগ ধরে এই তারের ফলে আবাদি জমি এবং বাড়িঘর ঝুকির মধ্যে এবং অকার্যকর হয়ে পরেছে।দ্রুতই সরকারি খরচে এর সমাধান করার দাবি জানান তিনি।
এছাড়াও বৈদ্যুতিক খুটি স্থাপন,নতুন সংযোগ দেয়া সহ যেকোনো সেবা নিতে গেলেই গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে,এর দ্রুত প্রতিকার প্রয়োজন। দুর্নিতীবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবিও জানান তিনি।
নলছিটি ফেরিঘাট এলাকার ভুক্তভোগী রাকিব হোসেন বলেন,নলছিটি বিদ্যুৎ অফিসের প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদার নানান অনিয়ম দুর্নিতীর মাধ্যমে নলছিটির মানুষকে অতিষ্ঠ করে ফেলেছেন।প্রতিটি বৈদ্যুতিক খুটি স্থাপনের জন্য তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন,বিদ্যুৎ সংযোগ দিতেও অতিরিক্ত অর্থ না পেলে নানাভাবে হয়রানি করেন।অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েও অর্থ আদায়ের অনেক প্রমান আছে আমাদের কাছে।
এছাড়াও বক্তব্যে আরেক ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, বিদ্যুৎ বিভাগের অনিয়ম এত বেড়ে গেছে যা অসহনীয় পর্যায়ে পৌছে গেছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।ঘুষখোর কিশোর কুমারের বরখাস্তের দাবি জানাই।
এছাড়াও ঘন্টাব্যাপী শতাধিক লোকের অংশগ্রহনে এ মানববন্ধনে ব্যবসায়ী নয়ন খান, রাকিব হোসেন, রুবেল হোসেন সহ বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগীরা।
এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নলছিটির আবাসিক প্রকৌশলী সোহেল রানা বলেন আমরা বিষয়টি তদন্ত করবো,সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নলছিটি পুরাতন পুলিশ ফারি পর্যন্ত এসে শেষ হয়।