দেশে ফেরার আগে দুঃসংবাদ পেলেন সাকিব
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২০৬। তিন ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাংকিংয়ে এখন ৬ নম্বরে সাকিব। দেশে ফেরার আগে তিনি এ দুঃসংবাদ পেলেন।
২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর থেকে গত এক যুগের মধ্যে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব কখনো পাঁচের নিচে ছিলেন না।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সাকিবের সংগ্রহ মাত্র ৪৭ রান আর উইকেট মোটে ৩টি। এই পরিসংখ্যানই বলে দেয় ব্যাটে-বলে তার কতটা ছন্দপতন ঘটেছে।
২২২ রেটিং নিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবী এগিয়েছেন, আছেন দ্বিতীয় স্থানে। এছাড়া ভারতীয় অলারাউন্ডার হার্দিক পান্ডিয়া জায়গা করে নিয়েছেন শীর্ষ তিনে। স্টয়নিস শীর্ষস্থান হারিয়ে নেমে এসেছেন চারে। পাঁচে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
শীর্ষ দশে আরও আছেন নেপালের দীপেন্দ্র সিং অইরি, দক্ষিণ আফ্রিকার এইডেন মারর্কাম এবং ইংল্যান্ডের মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। অবশ্য অস্ট্রেলিয়া এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সূর্যর সামনে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে।