Home খেলা বাংলাদেশের বিপক্ষে ‘ঐতিহাসিক’ জয়ের ম্যাচে রশিদ খানের রেকর্ড
জুন ২৫, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে ‘ঐতিহাসিক’ জয়ের ম্যাচে রশিদ খানের রেকর্ড

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার ‘ঐতিহাসিক’ জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন রশিদ খান। আফগানিস্তানের এই অধিনায়ক এদিন ৪ ওভার বল করে শিকার করেন ৪ উইকেট।

সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাহওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ উইকেট শিকারের নজির গড়েন রশিদ খান।

রশিদ খান মাত্র ৯২ ম্যাচে অংশ নিয়ে ১৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। এর আগে নিউজিল্যান্ডের তারকা পেস বোলার টিম সাউদি টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকার করতে খেলেন ১১৮ ম্যাচ।

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১১৪ বলে ১১৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও ১৭.৫ ওভারে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৮ রানের জয়ে সেমিফাইনালে উঠে যায় আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *