রামগড়ে বিজিবির অভিযানে ১২৭ ঘনফুট সেগুন গোলকাঠ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে পাচারকালে ১২৭ ঘনফুট বাংলাদেশী সেগুন গোলকাঠ জব্দ করেছে।
আজ রবিবার (২৩ জুন) সকালে জেলার রামগড় থানার অন্তর্গত প্রেমতলা থেকে মালিকবিহীন অবস্থায় এসব কাঠ উদ্ধার করা হয়।
জানা যায়, এদিন সকাল সাড়ে দশটার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ শরীফ মাহাবুব এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত প্রেমতলী নামক স্থান হতে মালিকবিহীন ১২৭ ঘনফুট বাংলাদেশী সেগুন গোলকাঠ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত কাঠ প্রয়োজনীয় কার্যক্রম শেষে রামগড় বনবিট অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কাঠ পাচার রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদক পাচারসহ যে কোন অপতৎপরতা রোধে বিজিবি সচেষ্ট রয়েছে।