হিলিতে বিনামূল্যে সার-বীজ পেলেন কৃষক
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল ১ হাজার ৩০ জন কৃষককে এ সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে এক হাজার কৃষক পাঁচ কেজি করে ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। এছাড়া ৩০ জন পেয়েছেন এক কেজি করে পেঁয়াজবীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি ও বালাইনাশক।