ভারত থেকে আনা ৫ কেজি গাঁজা জব্দ করল বিজিবি
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
আজ রবিবার (২৩ জুন) ভোরে রামগড় বিজিবির কয়লারমুখ বিওপি অধীনস্ত জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আশরাফুল আলম’র নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত এসব গাঁজা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার নিমিত্তে ব্যটালিয়ন সদরে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে নরজদারি বৃদ্ধিসহ যে কোন অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।