Home খেলা ভারতের কাছে হারের পর ফের সাকিবের ওপর চড়াও শেহবাগ
জুন ২৩, ২০২৪

ভারতের কাছে হারের পর ফের সাকিবের ওপর চড়াও শেহবাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সাকিব আল হাসানকে লজ্জিত হয়ে অবসরে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। এবার সুপার এইটে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫০ রানে হারের পর ফের সাকিবকে নিশানা বানিয়েছেন তিনি।

সুপার এইটে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব। শেহবাগ তাই মনে করেন, সাকিবের উচিৎ এখন নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া।

ভারতের ক্রিকেটবিষয়ক প্ল্যাটফর্ম ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাকিবকে জায়গা ছেড়ে দিতে বলেন শেহবাগ। সাকিব তার বিপুল অভিজ্ঞতার কোনো সদ্ব্যবহার করতে পারছেন না মত তার।

ইনিংসের ওই সময়ে সাকিবের আরও দায়িত্বশীল ব্যাটিং করা উচিৎ ছিল উল্লেখ করে শেহবাগ বলেন, ‘আমি এটাই বলতে যাচ্ছি। আপনার সাথে যখন একজন ব্যাটসম্যান আছে, তাকে সঙ্গ দিন, থাকেন উইকেটে। ওখানে থেকে ম্যাচ এগিয়ে নেওয়ার চেষ্টা তো করুন। ৭ বলে আপনি ১১ রান করে আউট হয়ে গেছেন।’

এ সময় সাকিবকে দলে জায়গা ছেড়ে দিতে বলেন শেহবাগ, ‘আমি বুঝতে পারছি না সে এত অভিজ্ঞ, সে সেটার ব্যবহার করছে না, নাকি কোনো কিছুর পরোয়া নেই। আমি আগেরবারও বলেছিলাম, সাকিবের উচিত নতুন কোনো ক্রিকেটারকে তার জায়গা ছেড়ে দেওয়া।’

ভারতের বিপক্ষে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন সাকিব। ৩ ওভার বল করে ১২.৩৩ গড়ে ৩৭ রান খরচ করেছেন। ব্যাটিংয়ে ৭ বলে একটি করে চার-ছক্কায় ১১ রান। ক্রিকবাজের প্যানেলে থাকা আরেক সাবেক ভারতীয় ব্যাটার পার্থিব প্যাটেল, ‘বীরু ভাই যেটা বললেন সাকিবকে নিয়ে, সে খারাপ শট খেলেছে। এত বছরের অভিজ্ঞতা যখন আছে, সেটার ব্যবহার কবে করবেন। এমন ম্যাচেই আপনাকে এসব ব্যবহার করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *