Home সারাদেশ জীবনে চলার পথে বিশ্বস্ত সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ,বিশ্বস্ত হওয়ার প্রথম শর্ত সত্যবাদী হওয়া। 
জুন ২২, ২০২৪

জীবনে চলার পথে বিশ্বস্ত সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ,বিশ্বস্ত হওয়ার প্রথম শর্ত সত্যবাদী হওয়া। 

বালী তাইফুর রহমান তূর্য, লেখক ও সমাজকর্মী, ঝালকাঠি।
বিশ্বাস বা বিশ্বস্ততা  পৃথিবীতে নির্ভার থাকার অন্যতম একটি স্তম্ভ যার মৌলিক ভিত্তি হলো সত্য বচন।জীবনে চলার পথে অনেক সহযাত্রী থাকে,অন্ধকার ঘনিয়ে আসার আগে তাদের মধ্য থেকে বিশ্বস্ত খুজে নিতে হয়।

কিন্তু খুব কঠিন বিপদ কিংবা কঠিন পরীক্ষা ছাড়া কখনও বিশ্বস্ত মানুষ খুজে বের করা যায় না।চতুর বা চালাকেরা কখনও বিশ্বস্ত হয়না,কেননা তারা নিজ স্বার্থে যেকোনো সময় আপনাকে ছেড়ে যাবে।
চতুর বা মিথ্যাবাদীরা কখনো নিজের স্বার্থ বিসর্জন দিতে রাজি হবে না।এবং মিথ্যাবাদীরা খুব সহহেই কাউকে সত্যবাদী বলেও বিশ্বাস করতে চায় না।কাউকে পরীক্ষা না করে তাকে বিশ্বস্ততার সনদও দেওয়া মুশকিল। বিশ্বস্ত না হলে কোনোভাবেই আপনি কারও উপর বিপদে ভরসা করতে পারবেন না।
স্বার্থপরদের জন্য আপনি জেনেশুনেও হয়তো অনেক শ্রম দিতে পারবেন,কিন্তু বিশ্বস্ত না হলে কোনোভাবেই তাকে অন্তরে স্থান দিতে পারবেন না।সত্যবাদী হওয়া বিশ্বস্ত হওয়ার প্রথম শর্ত।মিথ্যাবাদীরা বিশ্বস্ত হতে না পারার প্রথম কারন মিথ্যা বলা।
বন্ধু নির্বাচনে ছোটবেলায় প্রথমেই সবক দেয়া হতো মিথ্যাবাদীদের থেকে দূরে থাকা।মিথ্যুকেরা কোনোভাবেই কারো বন্ধু হতে পারে না, কেননা এরা নিজ স্বার্থে মিথ্যা বলে আপনাকে বিপদে ঠেলে দিয়ে হারিয়ে যাবে।
তাই সহযাত্রী হিসেবে কঠিন পথে চলার আগে বিশ্বস্ত কাউকে পাওয়াটাও সৌভাগ্যের। আর সত্যবাদীরা বারবার ঠকলেও হয়তো প্রকৃতির নিয়মেই তারা বিশ্বস্ত হতে পারে।
বিশ্বস্তরা অন্তত ইচ্ছাকৃত কাউকে ঠকায় না।যুগে যুগে মানুষ মানুষকে বিশ্বাস করেছে,কখনও বিশ্বাস করে ঠকেছে কখনো জিতেছে।সত্যবাদিতা মানব সভ্যতার গুনাবলির মধ্যে অন্যতম কারন মিথ্যা সকল ধর্মেও অত্যন্ত গর্হিত কাজ।
বিশ্বাস ছাড়া মানুষ তার সমাজে শান্তিতে বেচে থাকতে পারে না।কাজ বা সম্পর্কের খাতিরেই নানান কাজেই একে অন্যের উপর বিশ্বাস করে পথ চলতে হয়,ভরসা করতে হয়।আর মিথাবাদীরা কোনোভাবেই ভরসার যায়গা হতে পারে না।আর তাই বিশ্বস্তদের বড় গুন সত্যবাদী হওয়া।
——-তাইফুর রহমান তূর্য, সমাজকর্মী ও লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *