Home খেলা ঈদের দিন সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান সাকিব
জুন ১৪, ২০২৪

ঈদের দিন সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান সাকিব

নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটে এক পা রাখলো বাংলাদেশ। এবার টাইগারদের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে আগামী ১৭ জুন। ওই দিন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। নেপালকে হারালেই সুপার এইটে পৌঁছে যাবে নাজমুল হোসেন শান্তরা। আর ওই দিনই জয় দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

‘ডি’ গ্রুপে সুপার এইটে যেতে বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল শ্রীলংকা। নাটকীয়তা জমিয়ে লংকানদের হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও চোখে চোখ রেখে লড়েছে টাইগাররা। আর তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। ঈদ আনন্দ এবং বাংলাদেশের সুপার এইটে যাওয়ার আনন্দ এক সুতোয় গাঁথতে চান সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব খেলেন ৪৬ বলে ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস।

নেদারল্যান্ডস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘নেপালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপাল হেরেছে নেদারল্যান্ডসের কাছে। আর শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির কারণে। তাদের তৃতীয় ম্যাচ আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গ্রুপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপাল খেলবে বাংলাদেশের বিপক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ কেবল একটি ম্যাচই খেলেছে নেপালের বিপক্ষে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে  ওই ম্যাচে নেপালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তবে নেপাল বর্তমান দলটি আরও পরিণত আগের চেয়ে। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের তারকা সমৃদ্ধ ‘এ’ দলকে দুই ম্যাচে হারায় রোহিত পাউডেলের দল। স্বাভাবিকভাবে শেষ ম্যাচ থেকে ভালো স্মৃতি নিয়েই বাড়ি ফিরতে চাইবে নেপাল। তাই এই ম্যাচটিও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে টাইগারদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *