Home জাতীয় চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি আইজিপির
জুন ১৩, ২০২৪

চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি আইজিপির

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোন সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না। ঈদের এ সময়টাতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন আইজিপি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না।

এ সময়টাতে বড় ধরনের কোনো অর্থের লেনদেনের প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেয়ার আহ্বানও জানান তিনি।

অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন আইজিপি। ঈদের এ সময়টাতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ার দেন তিনি।

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে এক সভায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়েছেন আইজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *