বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য ইতোপূর্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাছ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।