Home অপরাধ রামগড়ে বিপুল পরিমান ভারতীয় আতশবাজিসহ গ্রেফতার ২
জুন ১০, ২০২৪

রামগড়ে বিপুল পরিমান ভারতীয় আতশবাজিসহ গ্রেফতার ২

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ৯ শত প্যাকেট ভারতীয় আতশবাজি ও পরিবহনকাজে ব্যবহৃত একটি অটোরিক্সা সিএনজিসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল মমিন প্রকাশ আবু (২৬) রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকার মৃত শাহাব উদ্দিন ও মোঃ রুবেল (২৬) রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকার আবুল খায়ের এর ছেলে।

পুলিশ জানায়, রবিবার ভোররাতে রামগড় বাজারের পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমাণ আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি সহ তাদেরকে আটক করা হয়।

রামগড় থানার এসআই মহসিন মোস্তফা জানান, গোপনে সংবাদ পেয়ে  ৯শত প্যাকেট অবৈধ ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ আসামীদের গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *