Home খেলা ভারত পাকিস্তান ম্যাচে আবহাওয়া কেমন থাকবে
জুন ৯, ২০২৪

ভারত পাকিস্তান ম্যাচে আবহাওয়া কেমন থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সমর্থকদের মধ্যে অন্যরকম এক আবহ। টিকিট বিক্রিতে লেগে যায় ধুম। এবারও এর ব্যতিক্রম হয়নি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ম্যাচটি মাঠে বসে দেখতে আইসিসির কাছে টিকিট চেয়ে আবেদন করেছিল ২০ লাখ মানুষ! তাহলেই ভাবুন এই ম্যাচটি নিয়ে কতটা উন্মাদনা সমর্থকদের মধ্যে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ক্রিকেট যুদ্ধ দেখতে এখন অপেক্ষায় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। ম্যাচ শুরু হবে আজ রাত সাড়ে আটটায়।

তবে সমস্যা হলো এই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নিউইয়র্কের আবহাওয়ার পূর্বাভাস বলছে রোববার নিউইয়র্কে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১ টায় অর্থাৎ ম্যাচ শুরুর আধা ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। যা পরবর্তী বিকেল ৪ টা পর্যন্ত একই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে নেমে যাবে তাপমাত্রাও। সঙ্গে বাতাসেরও সম্ভাবনা রয়েছে।

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কি হবে। এক্ষেত্রে বৃষ্টি হলে ম্যাচের পরিধি কমে আসতে পারে। আবার কোনো কারণে বৃষ্টি না থামলে বা খেলা চালানো সম্ভব না হলে সেক্ষেত্রে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে ম্যাচটি। কেননা, গ্রুপপর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। আর তা হলে দু’দলই পাবে সমান একটি করে পয়েন্ট। সেক্ষেত্রে অবশ্য বেশ বিপদেই পড়তে হবে পারে পাকিস্তানকে।

কেননা, প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাওয়ায় ভারতের বিপক্ষে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। তবে ভারত অবশ্য পাকিস্তানের চেয়ে বেশ শক্তিশালী। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান অন্তত সে কথায় বলছে। তাই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে লাভবানই হওয়ার কথা পাকিস্তানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *