Home খেলা রিশাদের প্রশংসায় তামিম কৃতিত্ব দিলেন যাদের
জুন ৮, ২০২৪

রিশাদের প্রশংসায় তামিম কৃতিত্ব দিলেন যাদের

শ্রীলংকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। রোমাঞ্চকর ম্যাচে ২ উইকেটের জয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। এই জয়ে আরও একটা কারণে বাংলাদেশ দল কিছুটা তৃপ্ত হতে পারে, আর তা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স।

শেষ কবে একজন লেগ স্পিনারের ঘূর্ণিজাদুতে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ? তা খুঁজে বের করতে হলে অনেক ইতিহাস ঘাটাঘাটি করতে হবে নিশ্চিত। রিশাদ হোসেন সে ‘বিরল’ কাজটাই করে দেখিয়েছেন। ৪ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৩ উইকেট নিয়ে লংকান ব্যাটিংয়ের ‘কোমর ভেঙে’ দেওয়ার কাজটা করেছেন তিনি।

বিশ্বকাপ অভিষেকে ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘দারুণ একটা ম্যাচ খেলল রিশাদ। ১৫তম ওভারে সে বুদ্ধিদীপ্ত বোলিং করে দুটি উইকেট তুলে নিয়েছে। তার সে ওভার ম্যাচের গতিপথ বদলে দেয়।’

রিশাদ হোসেনকে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচকদের কৃতিত্ব দিয়েছেন তামিম ইকবাল। তবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক প্যানেল নয়, তামিম কৃতিত্ব দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেলকে। তামিম বলেন, ‘যে নির্বাচকরা তাকে (রিশাদ) দলে নিয়েছে, তাদের কৃতিত্ব দিতে হবে। বর্তমান নির্বাচকরা নয়, আগের নির্বাচক প্যানেলের কথা বলছি।’

পারফরম্যান্সের এই ধারা ধরে রাখতে দলের ভেতরে-বাইরে রিশাদের অনেক সমর্থন প্রয়োজন বলে মনে করেন এই সিনিয়র ক্রিকেটার। বললেন, ‘আমি রিশাদের কাছ থেকে আরও বেশি আশা করছি। উপমহাদেশে হয় কী- জিতলে সব ঠিক আছে! তবে যখন পারফরম্যান্স ভালো হবে না, তখন তাদের সমর্থনটা বেশি দরকার।’

প্রসঙ্গত, বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১০ জুন বাংলাদশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *