Home সারাদেশ স্মার্ট প্রজন্মের জন্য মাদকমুক্ত পরিবেশ গড়তে হবে- জেলা প্রশাসক
মে ৩০, ২০২৪

স্মার্ট প্রজন্মের জন্য মাদকমুক্ত পরিবেশ গড়তে হবে- জেলা প্রশাসক

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, সরকার  জাতির পিতার দর্শনকে মাথায় রেখে তরুণদেরকে যুগোপযোগী এবং তথ্যপ্রযুক্তিজ্ঞান সম্পন্ন মানসিকতায় বিকশিত করতে চাই। সেজন্য স্মার্ট বাংলাদেশের স্বপ্ন প্রসারিত করছেন সরকার প্রধান মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাার এই পরিকল্পনাকে বাস্তবে রুপ দিতে হলে তরুণদের মধ্য থেকে মাদকের বিপরীতে সৃজনশীরতার অনুশীলন বাড়াতে হবে। স্মার্ট প্রজন্মের জন্য মাদকমুক্ত পরিবেশ গড়ার কোনই বিকল্প নেই।

তিনি বুধবার বিকেলে মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সেমিনারে এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা শাখার সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এতে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক হাফিজা আইরীন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কাওসার হোসেন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত বক্তব্য রাখেন।

এসময় এনজিও ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জেলায় মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটির সমম্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *