রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে রুহুল আমিন হাওলাদার
প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
সোমবার পটুয়াখালীর দুমকী উপজেলার আংগারিয়ার ইউনিয়নের বাহেরচরে প্লাবিত এলাকায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন
স্থানীয় এই সংসদ সদস্য।
প্রসঙ্গত টানা ১৮ ঘণ্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। এসময় লন্ডভন্ড করে দিয়েছে জেলা শহরসহ উপকূলীয় অঞ্চল।
এদিকে রেমালের প্রভাবে বাড়ছে জোয়ারের পানি। অতিরিক্ত জোয়ারে পটুয়াখালী জেলা শহরের ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।