কাকে বিয়ে করছেন আনুশকা
ভারতের দক্ষিণী সিনেমা জগতের দুই জনপ্রিয় তারকা প্রভাস ও আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন ছিলো ‘বাহুবলী’ সিনেমা মুক্তির পর থেকেই। কিন্তু এবার বাতাসে নতুন খবর ভেসে বেড়াচ্ছে যে অভিনেত্রী আনুশকা কন্নড়ের এক প্রযোজককে জীবনসঙ্গী বানাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী আনুশকা শেঠি এই বছরের শেষ নাগাদ একজন কন্নড় চলচ্চিত্র প্রযোজককে বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে।
তবে এখনই অভিনেত্রীর পরিবার বিয়ে নিয়ে কোনও কিছু প্রকাশ্যে আনতে চাইছে না। জানা যায় আনুশকা শেঠি তার সমবয়সী জীবনসঙ্গীই খুঁজেছেন। অর্থাৎ ৪২ বছরের আনুশকার হবু স্বামীর বয়সও নাকি তাই।
এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই মন ভাঙল প্রভাস-আনুশকা শেঠি জুটির ভক্তদের। একসঙ্গে একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা। ভক্তদের মধ্যেও তাদের নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন উভয় তারকা।