আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন?
প্রশ্ন: আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন?
উত্তর: সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তায়ালা। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তায়ালার সঙ্গে কারো অংশীদারিত্ব নেই। তিনিই নিরঙ্কুশ সবকিছুর স্রষ্টা।
তবে তিনি সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন? এই নিয়ে কয়েকটি মতামত পাওয়া যায়।
কোন বর্ণনায় পানির কথা এসেছে। কোনোটিতে কলমের কথা, আর কোনোটিতে আরশের কথা।
ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি, আরশ, কলম, তারপর আকাশ এবং পৃথিবী।
কুরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী আল্লাহর আরশ ছিল পানির উপর। এতে সব কিছুর মূলে পানির অস্তিত্বের কথা পাওয়া যাচ্ছে।
হজরত আবু হুরায়রা (রা.) সৃষ্টির উপাদান সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলে প্রতিউত্তরে নবীজি পানির কথা উল্লেখ করেছেন।