Home অপরাধ স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার
মে ১৮, ২০২৪

স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম ওয়ালিউল আলী সরদার। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরদারপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। তবে বর্তমানে তিনি নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী ইয়াবা নিয়ে যাচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে ভোররাতে গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওয়ালিউল আলী সরদারের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *