Home সারাদেশ নলছিটিতে “প্রানের টানে রক্তদান” সেচ্ছাসেবী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
মে ১৪, ২০২৪

নলছিটিতে “প্রানের টানে রক্তদান” সেচ্ছাসেবী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার রক্তদাতাদের সেচ্ছাসেবী সংগঠন “প্রানের টানে রক্তদান” এর ৭ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।২০১৭ সালের ১৩ মে এই সংগঠনটি স্থানীয় যুবক মো:সোহেলের হাত ধরে সূচনা হয়ে গত সাত বছরে হাজারো মানুষের রক্তের জোগান দিয়ে যাচ্ছে।
উপজেলাব্যাপী বিভিন্ন স্থানের যুবকরা এই সংগঠনের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষদের রক্তের যোগান দিয়ে ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
১৩ মে সন্ধায় শহরের বাদুরতলায় সকল সেচ্ছাসেবীদের উপস্থিতিতে দোয়া শেষে কেক কেটে এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এতে উপস্থিত ছিলে সংগঠনের সভাপতি মিল্লাত হোসাইন,সাধারণ সম্পাদক মো: সোহেল,শাহাদাৎ ফকির,মো:পান্নু,এফ এইচ রিভান,মো:রিয়াদ,বালী তাইফুর রহমান তূর্য,সাইদুল ইসলাম, মো:জহির,রাহাত হোসেন,দেবব্রত, রাতুল গাজী সহ আরও অনেক সেচ্ছাসেবীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *