Home খেলা লিটনকে বিশ্বকাপ দলে রাখার কারণ জানালো বিসিবি
মে ১৪, ২০২৪

লিটনকে বিশ্বকাপ দলে রাখার কারণ জানালো বিসিবি

অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডারে মোহাম্মদ সাইফুদ্দিনের। যা নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। সেইসঙ্গে আলোচনা চলছে অফফর্মে থাকা লিটন দাসের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে। এই উইকেটরক্ষক ব্যাটারের বিশ্বকাপ দলে থাকার কারণ জানিয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দলে লিটনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটনকে তৃতীয় (মূলত চতুর্থ) ম্যাচে বাদ দেওয়ার কারণ সেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। সেজন্য ওই বিশেষ ম্যাচের জন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছিল। লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি।’

লিটনকে ফর্মে ফেরাতে কাজ চলছে উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাচক আরও বলেন, ‘এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম। তবে ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *