বিএনপি ও সমমনা দলগুলো নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে —নজরুল ইসলাম খান
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি ও যুগপৎ সঙ্গীরা নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এসব সমস্যা নিয়ে কীভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি, সেজন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছি। গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা ও সমস্যা নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মসূচির বিষয়ে জানাতে পারব।
ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, তিনি তো অনেক দূরের মানুষ। বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরাই করছে। ডোনাল্ড লুর সফর নয়, বিএনপি শঙ্কিত দেশের অবস্থা নিয়ে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটকারীদের মুক্তি করা নিয়ে সরকারের অপচেষ্টা নিয়ে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।