তাপমাত্রা আরও বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর
সারা দেশে দু-এক দিনের সামান্য বৃষ্টির পর ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। খুব শিগগিরই এই পরিস্থিতির তেমন একটা উন্নতির সম্ভাবনা নেই। বরং গরম আরও বাড়তে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পরবর্তী চার দিনের আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে জানিয়ে অধিদপ্তর বলছে, পঞ্চম দিনে গিয়ে হয়তো বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনা ঈশ্বরদীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের মধ্যে সামান্য বৃষ্টি হয়েছে শুধু পটুয়াখালীতে।