চোটে পড়া তাসকিনকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা
জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম ম্যাচের আগে পেশিতে টান লেগেছে পেসার তাসকিন আহমেদের। এতেই শঙ্কায় পড়েছে ডানহাতি পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। তবে স্ক্যানের পর চোটের ধরন দেখে তাসকিনের চিকিৎসা করাতে চায় বিসিবি। তবে ঠিক কতদিনের জন্য তার মাঠের বাইরে থাকতে হচ্ছে তার; সেটা এখনো নিশ্চিত করতে পারেনি বোর্ডের কেউ। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন, চোট সারাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শও নেবেন তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন তাসকিন। ৪ ইনিংসে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা পারফর্মারও হয়েছেন ডানহাতি এই পেসার। অথচ এমন খুশির দিনেই চোটের দুঃসংবাদ তার। পেশিতে লাগা টান ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে, জানা নেই তাসকিনেরও।
রোববার (১২ মে) সিরিজের শেষ ম্যাচের পর যেমনটা বলেছেন গণমাধ্যমকে, ‘এখনো কিছু বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা আসলে বলা যাবে। ব্যথা আছে। এখনো বলা যাচ্ছে না (কী হতে পারে), ফিফটি-ফিফটি।’ অর্থাৎ চোটের স্থানে ব্যথা অনুভব করছেন তাসকিন।
বিশ্বকাপের দল ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগেই এমন চোট টিম ম্যানেজমেন্টকেও নতুন করে ভাবাচ্ছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন দরকার পড়লে তাসকিনকে যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখাবেন তারা। বিসিবি সভাপতি বলেন, ‘দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দেবে (তাসকিনকে)। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব বা তিন সপ্তাহ হলে কী করব—দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব।’ অর্থাৎ চোটে আপাতত যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে তাসকিনের। তবে দলের সঙ্গেই সেখানে যাবেন তিনি।