নলছিটিতে প্রকৌশলী ভাইয়ের জন্য ভোট চাইতে মহাকাশযান গবেষক নির্বাচনের মাঠে।
তাইফুর রহমান,নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি:
প্রকৌশলী ভাইয়ের জন্য ভোট চাইতে মহাকাশযান গবেষক নির্বাচনের মাঠে। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বিনা লাভে ন্যায্য মূল্যে নিত্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিতে চান ঘরে ঘরে ।
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত আন্তর্জাতিক মহাকাশযান এবং স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস ৪২ এর প্রকৌশলী মঈন হোসাইন।তার বড় ভাই নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে বই প্রতিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিরুজ্জামান মনিরের পক্ষে ভোট প্রার্থনা করছেন উপজেলাব্যাপী।তিনি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকার সন্তান।
দেশের নামি-দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে ২০০০ সালে পারি জমান বিদেশে।এরপর থেকেই প্রবাসে উজ্জ্বল করে যাচ্ছেন বাংলাদেশের নাম।মহাকাশযান গবেষণার কাজের সুবাদে পৃথিবীর প্রায় ষাটটি দেশ সফর করার অভিজ্ঞতা অর্জন করেছেন এই প্রকৌশলী, এছাড়াও কাজ করেছেন অন্তত দশটি দেশের মহাকাশ গবেষক হিসেবে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে স্যাটেলাইটের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
প্রবাসী বাংলাদেশী হিসেবে ২০০৯,২০২১,২০২২ সাল সহ একাধিকবার সর্বোচ্চ রেমিট্যান্স দাতার পুরস্কাপ্রাপ্ত এই মেধাবী এবং দেশপ্রেমিক প্রকৌশলী এবার রয়েছেন সি আইপি হবার দৌড়ে।
ভাইয়ের জন্য ভোট চাইতে এসে এরই মধ্যে সকলের নজর কেরেছেন এই মেধাবী প্রকৌশলী।একান্ত সাক্ষাৎকারে তিনি জানান দুনিয়ার সম্পদের প্রতি কোনো লোভ লালসা বা ক্ষুধা তাদের পরিবারের নেই।তাই এবার দেশের প্রতি এবং এলাকার মানুষের প্রতি দ্বায়বদ্ধতা থেকে সেবার ব্রত নিয়েই তারা নির্বাচনের মাঠে নেমেছেন।
ন্যায্য মূল্যে দরিদ্র জনগোষ্ঠীর কাছে নিত্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেয়ার মতো তার একটি বৈপ্লবিক চিন্তার কথাও বলেন তিনি।দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য ফ্যামিলি কার্ড করে প্রতিটি পরিবারের জন্য খাদ্য সরবারাহের গাড়িতে তিনি মাসে অন্তত দুই বার সকলের জন্য ন্যায্য মূল্যে মুনাফা ছাড়াই পৌঁছে দিতে চান নিত্ত প্রয়োজনীয় দ্রব্যাদি।
তার ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিরুজ্জামান মনিরও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, যুক্ত আছেন প্রযুক্তি ব্যবসার সাথে।এবার বই প্রতিক নিয়ে বিজয়ী হলে তিনিও চান তার পরিবারের এই সেবার ব্রত সকলের মাঝে ছড়িয়ে দিতে।সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক কাতারে সামিল হতে।