রাজধানীতে ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর নয়াপল্টনে ভাঙারি কুড়ানোর সময় পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামের এক ভাসমান কিশোর আহত হয়েছে।
শনিবার বিকাল আড়াইটার দিকে নয়াপল্টনের মিডওয়ে হোটেলের গলিতে হক বে শোরুমের সামনে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ওই কিশোরের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তার বাবা-মা গ্রামে থাকেন। বাবার নাম টিটু মিয়া। কাকরাইল এলাকায় ফুটপাতে থেকে ভাঙাড়ি কুড়িয়ে বিক্রি করে সানি।
পল্টন থানার এসআই মোহাম্মদ আলী বলেন, ওই কিশোর ভাঙারি কুড়ানোর সময় একটি পরিত্যক্ত প্লাস্টিকের শপিং ব্যাগ পায়। সেটি নিতে গেলে বিস্ফোরণ হয়ে ডান হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।