Home অপরাধ পুলিশের জালে ত্রিপল মার্ডারের মূলহোতা
মে ১১, ২০২৪

পুলিশের জালে ত্রিপল মার্ডারের মূলহোতা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ত্রিপল মার্ডারের মূল হোতা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদলরুল আলম বদিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের পুকুরপাড় এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং থানায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিরাজ মিয়া ও আব্দুল কাদির। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়। এর পরপরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

ভোররাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর পুকুরপাড় এলাকা থেকে মূলহোতা বদরুল আলম বদিকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *