Home খেলা পাকিস্তান ক্রিকেট দলে স্বজনপ্রীতি, ব্যাখ্যা দিলেন বাবর
মে ৬, ২০২৪

পাকিস্তান ক্রিকেট দলে স্বজনপ্রীতি, ব্যাখ্যা দিলেন বাবর

গত সপ্তাহে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান আহমেদ শেহজাদ হাসান আলিকে দলে অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন তুলেছেন। একই প্রশ্ন করেছেন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক শহিদ আফ্রিদিও।

স্থানীয় একটি চ্যানেলকে আহমেদ শেহজাদ বলেন, জাতীয় দলের সহকারী কোচ আজহার মাহমুদ, নির্বাচক ওয়াহাব রিয়াজ ও অধিনায়ক বাবর আজমের সাথে হাসান আলির খুব ভালো সম্পর্ক যে কারণে তাকে দলে ফেরানো হয়েছে।

পাকিস্তানের কিংবদিন্ত ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, হাসান আলিকে দলে রাখায় আমিও কিছুটা অবাক হয়েছিলাম। হয়তো নির্বাচক কমিটি ভেবেছিল যে আমাদের একজন অভিজ্ঞ ব্যাকআপ বোলার দরকার, কিন্তু আমি যদি পারফরম্যান্সের কথা বলি, হাসান আলির কাছ থেকে এমন কোনো পারফরম্যান্স দেখতে পাচ্ছি না। আমি ভাবছিলাম জামান খান অথবা মোহাম্মদ আলীকে নির্বাচিত করা হতে পারে।

হাসান আলিকে দলে নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক বাবর আজম সংবাদমাধ্যমকে বলেছেন, বেশ কিছুদিন ধরেই হাসান আলিকে দলে নেওয়ার কারণে সমালোচনা হচ্ছে। নির্বাচকরা স্পষ্ট করে বলেছেন, ব্যাকআপ হিসেবে তাকে দলে রাখ হয়েছে। এমন নয় যে সে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে আছে। আমাদের বুঝতে হবে অভিজ্ঞতার কারণে তাকে রাখা হয়েছে।

আগামী মাসে ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে চলতি মাসেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে হাসান আলিকে দলে ফেরানো প্রসঙ্গে বাবর আজম আরও বলেছেন, শুধু একজনের চাওয়াতেই হাসান আলিকে দলে নেওয়া হয়নি। সাতজন নির্বাচক আছেন, যারা তাকে বেছে নিয়েছেন।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আগা, শাদাব। খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *