কেমন হবে বিশ্বকাপ দল, জানালেন শান্ত
আগামী ১ জুন শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে বেশ কয়েকটি দেশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ। কেবল আইসিসির কাছেই দল পাঠিয়েছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপ দল নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে তার আভাস দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে বিশ্বকাপ দল প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক–ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে।’
প্রতিটা জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ যেতে চান শান্ত। তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে, এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে। প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’