Home খেলা নিজেকে ছাড়িয়ে যেতে আজ মোস্তাফিজের দরকার ৪ উইকেট
মে ১, ২০২৪

নিজেকে ছাড়িয়ে যেতে আজ মোস্তাফিজের দরকার ৪ উইকেট

আইপিএলে মোস্তাফিজুর রহমানের সেরা মৌসুম কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি চিন্তাভাবনার দরকার নেই। সহজেই ২০১৬ সালের আইপিএল মৌসুমকে বেছে নেওয়া যায়।

সেবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মোস্তাফিজ যা করেছেন, সেটা যেকোনো পেসারের জন্যই স্বপ্নের। ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ বেশ কার্যকর।

৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশের এই পেসার। উইকেটের হিসাবে চলতি মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মোস্তাফিজের সামনে।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। অর্থাৎ ১৭ উইকেট ছুঁতে এবার তাঁর প্রয়োজন মাত্র ৩ উইকেট, ছাড়িয়ে যেতে প্রয়োজন ৪টি। কাজটা মোস্তাফিজের জন্য কঠিন। কারণ, আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হচ্ছে। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরা মোস্তাফিজ
চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরা মোস্তাফিজএক্স/চেন্নাই সুপার কিংস

টি-টোয়েন্টি ক্রিকেট এক ম্যাচে ৩-৪ উইকেট নেওয়া বেশ কঠিনই। তবে খেলাটা চেন্নাইয়ে হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মোস্তাফিজ–ভক্তরা। এবারের মৌসুমে ৫ ম্যাচ খেলে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ১১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সর্বশেষ ম্যাচেও উইকেট নিয়েছেন ২টি।

তবে চেন্নাইয়ে সর্বশেষ দুই ম্যাচেই ২০০–এর বেশি রান হয়েছে। শিশিরের কারণে পরে বোলিং করা দলের বোলারদের কার্যকারিতা কমে যায় অনেকটা। মোস্তাফিজের চেন্নাই সর্বশেষ দুই ম্যাচেই পরে বোলিং করেছে।

সে যা–ই হোক, এবারের মৌসুমে মোস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং, ‘মোস্তাফিজ অসাধারণ করছে, ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও। এখানের (চেন্নাই) উইকেটে অনেক গতি ছিল, শিশির তো আছেই। ও যেভাবে মানিয়ে নিয়েছে, তা দুর্দান্ত। আমরা জানি, আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্ব সবার আগে। কিন্তু আমাদের দলে ও দারুণ এক সংযোজন ছিল।’

মোস্তাফিজ আজ উইকেট না পেলে এটি হবে উইকেটের হিসাবে যৌথভাবে তাঁর দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।

এবারের মৌসুমের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। শেষটাও কি এমন রাঙিয়ে দিতে পারবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *