মাইজপাড়া ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন বেলী
নাহিদ হাসান মুন্না
নড়াইল সদরের ১ নম্বর মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত হয়েছে। এতে সফুরা খাতুন বেলী (আনারস প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টায় শেষ হয়।
মাইজপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৭৬৯টি। এরমধ্যে এ উপনির্বাচনে ১১১৭০ ভোটার ভোট প্রয়োগ করেছেন। এরমধ্যে ১০১টি ভোট বাতিল করা হয়। শতকরা ভোটের হার ৫৭.০১%।
ভোটারদের সরব উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমনটি দাবি করেন নড়াইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির ৫ তারিখ দুপুর ১টার দিকে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম মোল্যা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুর কারণে প্রয়াত স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সফুরা খাতু বেলী এ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন। এর আগে গত ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন প্রয়াত জসিম মোল্যা।