লন্ডন মাতাতে যাবেন জেমস
দীর্ঘ ১০ বছর পর ২০২৩ সালে লন্ডনে কনসার্ট করে ‘নগর বাউল’ জেমস। তার সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সেবার লন্ডনের দ্য রয়েল রিগেনসি ও বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেন তিনি। মাস ৪ পর আবারও লন্ডন মাতাতে যাবে দেশের রকস্টার। আগামী ২৬ ও ২৭ মে লন্ডনে গাইবেন তিনি।
জেমসের লন্ডন সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি বলেন, ‘আগামী মাসে আমরা লন্ডন সফর যাচ্ছি। সবকিছু ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। আগামী মাসেই আমরা যাব। এবার শুধু লন্ডনেই দুটি কনসার্ট হবে। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে ইতোমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি, জমজমাট একটি আয়োজন হবে।’ এর আগে দেশেও জেমসের বেশকিছু কনসার্ট রয়েছে।
সর্বশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।