Home রাজনীতি ‘প্রচণ্ড শীতেও ৪০ সিটের গাড়িতে একাকী নিয়ে আসত’
এপ্রিল ২৭, ২০২৪

‘প্রচণ্ড শীতেও ৪০ সিটের গাড়িতে একাকী নিয়ে আসত’

কারাজীবনের স্মৃতিচারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রতিদিন কোর্টে নিয়ে আসত। ৪০ আসনের একটি গাড়িতে আমি একা।  থর থর করে শরীর কাপত। সেভাবেই নিয়ে এসে কোর্ট শেষ করে যখন খুশি তখন কারাগারে নিয়ে যেত।  ঢাকা থেকে কাশিমপুর দূরে হওয়ায় কোর্টে আসার সময় অনেক কষ্ট হতো।

সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, অপেক্ষায় আছি আর কয়টি মামলায় সাজা দেয় সরকার। সেগুলো উপভোগ করার জন্য।

মজা করে বিএনপির এই নেতা বলেন, সরকারের কাছে অনেক কৃতজ্ঞ। কারণ কিছু দিন পর পর গ্রেফতার করে আমাকে ধরে নিয়ে যায়, থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পাশাপাশি চিকিৎসারও ব্যবস্থা করে। কিছু দিন পর পর রাষ্ট্রের অতিথি ও সরকারের অতিথি হয়ে যাই আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *