Home বিনোদন যশের বোন হচ্ছেন কারিনা!
এপ্রিল ২৫, ২০২৪

যশের বোন হচ্ছেন কারিনা!

বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দক্ষিণী তারকা যশ। এর কারণ আগামী বছর আসছে তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এতে যশের বোনের চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’-এ ১৫০ কোটি পারিশ্রমিকেও যশ রাজি হননি। এর কারণ হচ্ছে ‘রামায়ণ’-এর মতোই ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্‌স’-এর জন্য আটঘাট বেঁধে প্রস্তুতি চলছে। এতেই কারিনা কাপুরের ভাইয়ের চরিত্রে করবেন যশ।

জানা যায়, ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অভিনেতারও নাকি দেখা মিলবে এ ছবিতে!

এদিকে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী। তবে যশ অভিনেতা হিসেবে ‘রামায়ণ’-এর সঙ্গে যুক্ত না থাকলেও সহ-প্রযোজক হিসেবে থাকছেন।

‘রামায়ণ’ প্রসঙ্গে যশ বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমার এই ধরনের ছবি তৈরি করার ইচ্ছা ছিল। ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে এই ছবি। ‘রামায়ণ’-এর জন্য লস এঞ্জেলসের সেরা ভিএফএক্স স্টুডিওর সঙ্গে কথা বলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *