Home খেলা মুস্তাফিজকে আরো সতর্ক হতে হবে: সুজন
এপ্রিল ২৫, ২০২৪

মুস্তাফিজকে আরো সতর্ক হতে হবে: সুজন

চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ থেকেই উড়ছিল টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চোখ ধাঁধানো পারফরম্যান্সে টুর্নামেন্টটির পাঁচ বারের চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণের ভরসার নামও হয়ে উঠেছিলেন তিনি। তবে গেল পরশু কাটালেন বাজে একটা রাত, হয়তো ভুলে যেতেই চাইবেন তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ ডেথ ওভারে যেই মুস্তাফিজের ওপর ভরসা রাখতেন ধোনিরা, সেই ফিজকেই পিটিয়ে এ রাতে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়ান্টস।

এ ইনিংসে সব চেয়ে খরুচে বোলারও ছিলেন তিনি, ৩.৩ ওভারে ৫১ রান দিয়ে উইকেট নেন মাত্র একটি। যদিও আইপিএলে এটা স্বাভাবিক ব্যাপারই। বিশ্বের ভালো ভালো বোলাররাও এখানে ব্যাটারদের তাণ্ডবের সামনে অসহায় হয়ে যায় আবার অন্যদিন তাদেরই আবার বল হাতে জ্বলে উঠতে দেখা যায়। তবে মঙ্গলবার এমন পারফরম্যান্সের পরও মুস্তাফিজের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই দেশি কোচদের। তাদের মতে মুস্তাফিজের শুধু একটা খারাপ রাত গিয়েছে এটি। তবে আবাহনীর কোচ সুজনের মনে আরো সতর্ক হতে হবে কাটার মাস্টারকে।

বৃহস্পতিবার চলমান ডিপিএলের সুপার পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা। তাই এই তপ্ত গরমেই ম্যাচের আগের দিন দলগুলোকে অনুশীলন করতে দেখা গিয়েছিল তার পরই গণমাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন গেল পরশু রাতের মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘আপনি যদি খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেও খারাপ-ভালো সময় থাকেই, যা খুবই স্বাভাবিক। তো মুস্তাফিজ প্রুভেন আন্তর্জাতিক ক্রিকেটার, ভালো করবে-খারাপ করবে বাজে দিন যাবে তবে আমাদের তাকে সমর্থন করতে হবে। সব সময় যে মুস্তাফিজ ম্যাচ জেতাবে তেমনটাও তো না, তাহলে তো বাংলাদেশে আর পেস বোলার দরকার ছিল না ও একা খেললেই হতো।’

এ সময় মুস্তাফিজের সমর্থনে কোচ আরও বলেন, ‘শেষ ম্যাচে মুস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই ওকে দোষ দেই না। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই যে কোনো বোলারের ক্ষেত্রেই এটা ঘটতে পারতো। কিন্তু মুস্তাফিজ যেসব ম্যাচ জিতিয়েছে….দারুণ কিছু ম্যাচই জিতিয়েছে এটাও মানতে হবে। সুতরাং ভালো-খারাপ দিন থাকবেই। উইকেট থাকে, যেই উইকেটে হয়তো মুস্তাফিজ মানিয়ে নিতে পারেনি অথবা গ্রিপ করতে পারেনি বল এটা হতেই পারে। কিন্তু মুস্তাফিজকে এ ব্যাপারে আরো সতর্ক হতে হবে যেটা আমার কথা। যখন এরকম ফ্ল্যাট উইকেট থাকবে, তার একটা অস্ত্র লাগবে যে ঐ খানে ওর স্টক বলটা কি হওয়া উচিত কারণ অন্যান্য যেই উইকেটে বলটা গ্রিপ করবে সেখানে ওর মতো ভয়ঙ্কর বোলার আর কেউ নেই। তবে আমি এগুলো নিয়ে চিন্তা করি না আমি জানি মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুব বড় সম্পদ ও বাংলাদেশকে ম্যাচ জেতাবে এটা আমি সব সময় বিশ্বাস করি। এর আগেও অনেক ম্যাচ জিতিয়েছে ভবিষ্যতেও বাংলাদেশকে ও অনেক ভালো সার্ভিস দিবে।’

এদিকে সুজনের মতো মুস্তাফিজের সমর্থনে ছিলেন ডিপিএলের আরেক ক্লাব শাইনপুকুরের কোচ তালহা জুবায়েরও। তার মতে মুস্তাফিজ আইপিএলের ফরমটা ধরে রাখতে পারলে টাইগাররা আরো শক্তিশালী দলে রূপ নিবে। তালহা বলেন, ‘মুস্তাফিজ প্রুভেন খেলোয়াড়। সে যে ফরমে এখন আইপিএল খেলছে, যেই ফরমে আছে ও যদি একই জিনিসটা বাংলাদেশের জন্য সামনে করতে পারে এটাই আমাদের জন্য বেশ ভালো হবে।’ যদিও আইপিএলে মুস্তাফিজ শুরুটা যেভাবে করেছিল ধীরে ধীরে নিজের ছন্দ হারাতে বসেছেন তিনি। যা নিয়ে ভক্তরা কিছুটা হতাশ তবে তালহার মতে মুস্তাফিজ প্রতিম্যাচেই ভালো করার চেষ্টায় থাকেন।

বলেন, ‘ও যেই ধরনের বোলার, যে পরিকল্পনাটা দলের থাকে অথবা যেটা উইকেট পারমিট করে সেটা যদি মুস্তাফিজ সফলভাবে করতে পারে তাহলে সে খুব ভয়ঙ্কর বোলার। তো সবাই সব ম্যাচ ভালো খেলবে না দুই একটা ম্যাচ এদিক-সেদিক হতে পারে কিন্তু মুস্তাফিজের কাছে যেহেতু আমাদের আশাটা অনেক এই কারণে মুস্তাফিজ একটু খারাপ খেললেই আমাদের কাছে চোখে পরে। এটা বাড়তি চাপ ওর ওপরে তবে আমার মনে হয় না যে ও এটা মনে করে চেষ্টা করে সব ম্যাচেই ভালো খেলতে। কিন্তু এটা আসলে বিশ্বের ভালো খেলোয়াড়ের পক্ষেও সম্ভব না প্রতিটা ম্যাচ ভালো খেলার, আপনি বলে নামতে পারবেন না ভালো খেলবেনই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *