Home দেশ-বিদেশের যু্দ্ধ যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার স্লোগান ভণ্ডামি- ইব্রাহিম রাইসি
এপ্রিল ২৪, ২০২৪

যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার স্লোগান ভণ্ডামি- ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার স্লোগান ভণ্ডামি। কারণ তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বহিষ্কার করে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কারের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তিনি ইসরাইলকে  সতর্ক করে বলেন, ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে আরেকটি হামলা চালায়, তবে পরিস্থিতি ‘সম্পূর্ণ ভিন্ন হবে’ এবং ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কিছুই অবশিষ্ট থাকবে না’।

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকদের সামনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

সেই সঙ্গে ইসরায়েলে ১৪ এপ্রিলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে রাইসি বলেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জন্য ইরান ইসরায়েলকে ‘শাস্তি’ দিয়েছে। খবর আনাদোলু এজেন্সি

কনস্যুলেট হামলায় দুই উচ্চপদস্থ কমান্ডারসহ অন্তত সাত ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন, যার জন্য তেহরান তেল আবিবকে দায়ী করেছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কনস্যুলেটে হামলার দায় স্বীকার করেনি।

শুক্রবার ইরানের কেন্দ্রীয় শহর ইস্ফাহানে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। তবে সেই হামলা ব্যর্থ হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে।

রাইসি এদিন আরো বলেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, ‘পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে এবং (ইসরায়েলি) শাসনের কিছু অবশিষ্ট থাকবে কি না তার ঠিক নেই’।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষা করার’ বিষয়ে ইরান ও পাকিস্তানের ‘একই দৃষ্টিভঙ্গি’ রয়েছে।

তেহরান ‘গর্বের সঙ্গে’ তাদের রক্ষা করতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানে রাইসি তাঁর প্রথম সফরের সময় সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন। গাজার পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণে ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট সেই সঙ্গে মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *