Home জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়ে সাবেক আইজিপির ফেসবুকে পোস্ট
এপ্রিল ২০, ২০২৪

গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়ে সাবেক আইজিপির ফেসবুকে পোস্ট

নিজের ব্যবহৃত ফেসবুকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফাইড পেজ থেকে এ তথ্য জানান সাবেক এই পুলিশপ্রধান।

সেখানে তিনি লিখেছেন- ‘প্রিয় সুহৃদ বৃন্দ, আগামীকাল ২০ এপ্রিল, শনিবার সকাল ১১:৩০ টায় এই পেজ এ কিছু তথ্য শেয়ার করবো ইনশাল্লাহ। ব্যস্ত না থাকলে আপনাকে/আপনাদেরকে পাবো প্রত্যাশা থাকছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রত্যেকের জন্য শুভ কামনা।’

দেশের একেকটি ভিন্ন ধারার সংকটকালে পুলিশের তিনটি দায়িত্বপূর্ণ পদে সফল নেতৃত্ব দিয়েছেন। দায়িত্ব পালনকালে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। সাহসিকতা, দক্ষতা আর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বগুণ পুলিশ বিভাগে তৈরি করেছে তাঁর অসামান্য ডায়নামিক অবস্থান। তিনি ড. বেনজীর আহমেদ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৭তম পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।

Screenshot 2024-04-20 023625

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *