আমি ওই ভুল না করলে হয়তো ভারত বিশ্বকাপ জিততো- রাহুল
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করে ভারত। ঘরে মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারে রোহিত শর্মার দল। ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে আউট হন ভারতের উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। ওই সময় আউট না হলে ভারত বিশ্বকাপ জিততে পারতো বলে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আইপিএল চলাকালীন নিজের ইউটিউব চ্যানেলে কুট্টি স্টোরি নামে এক টক শো আয়োজন করেছেন অশ্বিন। তাতে অতিথি হয়ে এসেছিলেন রাহুল। সেখানে তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের কথাই মনে পড়ছে। মিচেল স্টার্ককে খেলা ওই ওভার মনে পড়ছে। সেদিন ওর বল রিভার্স স্যুয়িং করছিলো। কঠিন কোণ থেকে বল করছিল তাই মারতে পারছিলাম না, ওকে মারব না ধরে খেলব ভাবতে না ভাবতেই ভুল করে ফেলি। গুরুত্বপূর্ণ ধাপে খোঁচা দিয়ে আউট হয়ে যাই।’
রাহুল আরও বলেন, ‘আমার এখনো মনে হয় যদি আমি ওই ভুল না করতাম, ওভারগুলো খেলে দিতাম তাহলে আরও ৩০-৪০ রান যোগ করা যেত, হয়তো আমরা ট্রফিটা হাতে নিতে পারতাম। এই আক্ষেপটা রয়ে গেছে।’