Home রাজনীতি পৃথিবীর কোনো সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না
এপ্রিল ২০, ২০২৪

পৃথিবীর কোনো সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না

গণ অধিকার পরিষদের (মশিউজ্জামান–ফারুক) নেতারা অভিযোগ করে বলেছেন, পৃথিবীর কোনো সীমান্তে এভাবে নির্বিচার মানুষ হত্যা করা হয় না। সেটা ভারত আমাদের সীমান্তে করে যাচ্ছে। আর বাংলাদেশের নতজানু সরকার ন্যূনতম কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না।

‘বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশি নাগরিকদের নির্বিচার গুলি করে হত্যার’ প্রতিবাদে আজ শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিলটি কালভার্ট রোডের জামান টাওয়ার থেকে শুরু হয়ে নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির টাংকির কাছে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।

এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধু—এটা যারা বলে, তাদের মানসিক সমস্যা রয়েছে। ভারত একমাত্র আওয়ামী লীগের বন্ধু।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘গত রমজান মাসে ভারত পাঁচটি লাশ আমাদের উপহার দিয়েছে। পৃথিবীর কোনো সীমান্তে এভাবে নির্বিচার মানুষ হত্যা করা হয় না, সেটা ভারত আমাদের সীমান্তে করে যাচ্ছে। আর বাংলাদেশের নতজানু সরকার ন্যূনতম কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না। ভারত কোনো দিন বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারেনি। তারা এই বাংলাদেশকে মনে করে তাদের একটি অঙ্গরাজ্য। আমাদের লড়াইটা এখানেই।’

সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ১২–দলীয় জোটের শীর্ষ নেতা এহসানুল হুদা, গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *