Home জাতীয় টাকার বিনিময়ে জার্মানিতে চাকরি, সতর্ক হোন এখনই
এপ্রিল ১৬, ২০২৪

টাকার বিনিময়ে জার্মানিতে চাকরি, সতর্ক হোন এখনই

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মান বরাবরই বাংলাদেশিদের মধ্যে পছন্দের তালিকায় প্রথম দিকে। দেশটিতে অনেকেই ভ্রমণের জন্য আবার কেউ কাজের জন্য গিয়ে থাকেন। তবে দেশটিতে যাওয়ার জন্য অর্থের বিনিময়ে অনেকেই দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা জার্মান চাকরির চুক্তির প্রতিশ্রুতি দেওয়া প্রতারকদের সঙ্গে কথা বলে থাকেন। সম্প্রতি বিষয়টি দৃষ্টিতে আসলে জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, অর্থের বিনিময়ে দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা জার্মান চাকরির চুক্তির প্রতিশ্রুতি দেওয়া প্রতারকদের থেকে সাবধান থাকুন। এই দাবিগুলো প্রতারণামূলক।

এতে আরও বলা হয়, জালিয়াতি এড়াতে সতর্ক থাকুন। ঢাকায় জার্মান দূতাবাসের অ্যাপয়েন্টমেন্টের জন্য অর্থ প্রদানের প্রয়োজন হয় না। এই সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *