Home সারাদেশ বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ণিল আয়োজন শুরু
এপ্রিল ১৫, ২০২৪

বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ণিল আয়োজন শুরু

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে হয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণিল আয়োজন। বুধবার (১০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক হয়েই পাহাড়ের মানুষের জনজীবন, কৃষ্টি, সংস্কৃতি ধরে রাখতে উদ্যোগ গ্রহণ করে কাজ করছেন। তার প্রমাণ ঢাকার বুকে এক খণ্ড পার্বত্য চট্টগ্রাম শেখ হাসিনা কমপ্লেক্স। সকলে মিলে সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির ধারা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পরে বেলুন উড়িয়ে বৈসু’র র‌্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিপুরা সংসদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ত্রিপুরা সম্প্রদায়ের এ উৎসবে সামিল হন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ।

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু। দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে বৈসু র‌্যালিতে যোগ দেয় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ।নিজেদের ঐতিহ্যবাহী পোশাক করে শোভাযাত্রাকে আরো রঙিন করে তোলে তরুণ-তরুণী ও শিশুরা। পরিবেশন করা ঐতিহ্যবাহী গরয়া ও ত্রিপুরা নৃত্য। আয়োজনে অংশ নিয়ে খুশি তারা।

উৎসবের মাধ্যমে পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঐক্যের বন্ধন আরো সু-দৃঢ় হবে আশা আয়োজকদের।

আগামী ১২ এপ্রিল পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুর হবে। অন্যান্য জাতিগোষ্ঠির সাথে ত্রিপুরারা বৈসুমা, হারি বৈসু ও বিসিকাতাল নামে তিন দিনব্যাপি বৈসু উৎসব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *