রেকর্ড গড়লো ফুলবাড়ীর সীমান্ত ক্যাফে
জুবায়ের হোসাইন, নিজস্ব প্রতিবেদন।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন নিয়ন্ত্রিত ‘সীমান্ত ক্যাফে’
যা সকলের জন্য উন্মুক্ত। ঈদের নামাজের পর থেকে এখন (রাত ৯টা) পর্যন্ত ক্যাফে অপ্রত্যাশিত ভাবে মানুষদের আনাগোনা দেখা যাচ্ছে।ক্যাফের নিরাপত্তা নিশ্চিত করতে সিপাহী লেন্স নায়েকসহ বিজিবির বিভিন্ন কর্মকর্তাগণ পরিদর্শন ও পরিচালনা করছেন। ইতিমধ্যে সীমান্ত ক্যাফের প্রধান প্রবেশ পথ ও পার্কিং জোন বিভিন্ন মটরবাইক, ভ্যান, অটো রিকশা ও সিএনজি দ্বারা ভরপুর।
দায়িত্বরত বিজিবি সদস্যরা বলছেন। শুধু ঈদুল ফিতরে নয়,পহেলা বৈশাখ থেকে শুরু করে যে কোনো উৎসবে অতিরিক্ত মাত্রায় লোকজন আসা যাওয়া করে। যাদের বেশিরভাগই প্রেমিক প্রেমিকা। মানুষের অতিরিক্ত আনাগোনা নিয়ে পর্যটকদের প্রশ্ন করা হলে তারা বলছেন। উৎসবের সময় গুলোতে মানুষদের তুলনায় জায়গাটা একটু বেশী ছোট হয়ে যায়। আগে আমরা বাহিরে যেতাম ঈদ আনন্দ কে দ্বিগুন করার জন্য। এখন আর বাহিরে যেতে হয় না বাসার কাছেই রয়েছে এমন একটি উন্মুক্ত ক্যাফে। স্থানীয়দের থেকে জানা যায়। শুধু আশেপাশের মানুষজন না বিভিন্ন দূরদূরান্ত থেকে পর্যটকরা এসে এই ক্যাফে উপভোগ করে যায়।
নিজ এলাকায় বিজিবিদের এমন উন্মুক্ত ক্যাফে পেয়ে স্থানীয়রা বিজিবি (২৯ ব্যাটালিয়ন) কে ধন্যবাদ জানাচ্ছেন।
সীমান্ত ক্যাফে সকলের জন্য উন্মুক্ত হয় ৩১ ডিসেম্বর ২০২১।