Home সারাদেশ নড়াইলে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছেন মাশরাফি 
এপ্রিল ১৫, ২০২৪

নড়াইলে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছেন মাশরাফি 

নাহিদ হাসান মুন্না

জেলা প্রতিনিধি, নড়াইল।

১৩ এপ্রিল, ২০২৪।

ঈদের তৃতীয় দিনে নড়াইলে এসে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শনিবার (১৩ এপ্রিল) সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত ৩ দিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন মাশরাফি। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রিড়া প্রেমী মানুষেরা।

ম্যাচ শেষে গণমাধ্যমে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মাশরাফি বলেন, এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে যে ব্যাচের বন্ধুদের ১০ থেকে ২০ বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে ৩ থেকে ৪ দিন। এই সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানো। অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে তারা মাঠ মুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকবে। খেলাধূলায় একমাত্র পারে সবকিছু (অন্যায় কাজ) থেকে দূরে রাখতে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্টটা। এইটা ইনশাআল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।

উল্লেখ্য, তিন তিনব্যাপী এ ক্রিকেট টূ্র্নামেন্ট শুরু হয় গত ১২ এপ্রিল। আজ দ্বিতীয় দিনের মত খেলা চলছে। আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছেন।

নাহিদ হাসান মুন্না

নড়াইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *