বুয়েটে ফেরত আনা হচ্ছে ‘সন্ত্রাস’- রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করা হয়েছিল। অথচ এখন সেখানে ওই ‘সন্ত্রাস’ ফেরত আনা হচ্ছে।
ঢাকার নয়াপল্টনে আজ সোমবার রিকশাশ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। এই ইফতার মাহফিলের আয়োজন করে শ্রমিক দল।
রুহুল কবির রিজভী বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ছাত্রলীগ। তাদের সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য শিক্ষার্থীরা বারবার আন্দোলন করছেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডামি সরকারের আমলে সবচেয়ে বেশি পিষ্ট, নির্যাতিত নিম্ন আয়ের মানুষ। আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের কারণে বাজার এখন নিয়ন্ত্রণহীন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, হুমায়ুন কবির খান, ফিরোজ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।