Home বানিজ্য ভারত থেকে আসছে পেঁয়াজ, ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে টিসিবি
মার্চ ৩১, ২০২৪

ভারত থেকে আসছে পেঁয়াজ, ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে টিসিবি

ভারত থেকে আজ রোববার রাতেই ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, এরপর শিগগিরই এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে প্রতিকেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স সভা শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য, সেহেতু প্রথম ট্রেনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে। একদিনের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামে টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজিতে ওপেন সেল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *