রায়পুরায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
নরসিংদীর বৃহত্তর রায়পুরা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “বাঁশগাড়ী ডায়মন্ড স্পোর্টিং ক্লাব” কর্তৃক আয়োজিত বর্ষীয়ান রাজনীতিবিদ ও ৭ম বারের বীরমুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু’র উদ্যোগে T-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আজ বুধবার চরাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মির্জারচর ইউনিয়ন ক্রিকেট একাদশ বনাম চাঁনপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সভাপতিত্বে বাঁশগাড়ি ইউপি পরিষদের চেয়ারম্যান ও টিম ম্যানেজার রাতুল হাসান জাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সংগ্রহ ও সরবরাহ কর্মকর্তা আলহাজ্ব মোঃরবিউল্লাহ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসান সরকার, মির্জারচর ইউপি পরিষদের চেয়ারম্যান মাহফুজা মানিক,চানঁপুর ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃমোমেন সরকার,মির্জারচর আওয়ামী যুবলীগ সভাপতি পদপ্রার্থী জাহের সরকার প্রমুখ।
উক্ত ক্রিকেট টুর্নামেন্ট খেলায় বিজয়ী হন মির্জারচর ইউনিয়ন ক্রিকেট একাদশ দল।