Home সারাদেশ নড়াইলে পণ্ডিত রাসমোহন মিশ্রের জন্মজয়ন্তী উদযাপন
মার্চ ২৭, ২০২৪

নড়াইলে পণ্ডিত রাসমোহন মিশ্রের জন্মজয়ন্তী উদযাপন

মো:নাহিদ হাসান মুন্না
 নড়াইল জেলা প্রতিনিধিঃ
দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে পণ্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মালিয়াট সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে পণ্ডিত রাসমোহন মিশ্র ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের শুরু হয়ে শেষ হয় শনিবার রাতে। আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান৷
এতে সভাপতিত্ব করেনপণ্ডিত রাসমোহন মিশ্র ক্লাবের সভাপতি সুকান্ত রায়। জানা যায়, বাংলা ১২৭৯ সালে নড়াইল শেখহাটি ইউনিয়নের মালিয়াট গ্রামে পণ্ডিত রাসমোহন মিশ্র জন্মগ্রহণ করেন এবং ১৩৬৮ সালের ১৮ অগ্রায়হণ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি জমিদারদের আমলে ১৮৯৭ সালে মালিয়াট গ্রামে শিক্ষার আলো ছড়াতে একটি পাঠশালা গড়ে তুলেছিলেন। এ কারণে তিনি কারাবন্দীও হয়েছিলেন। পরে ওই অঞ্চলের জনগণ তাকে কারাগার থেকে মুক্ত করে আনেন। মালিয়াট তথচ এগারোখানে শিক্ষার বিস্তারে তার অসাধারণ ভূমিকা তাকে আজও স্বরণীয় করে রেখেছে৷
 এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, জেলা পরিষদের সাবেক সদস্য রোজিনা হক রোজি, রামমোহন মিশ্র ক্লাবের সাধারণ সম্পাদক বিলাস কুসুম সরকারসহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *